Sunday 19 May 2024
রোবোটিক্স

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

সাতক্ষীরার দুইটি স্কুলে রোবটিক্স সেশন পরিচালিত

টেকটক বাংলাদেশ ডেস্ক : বিডিওএসএন ( Bangladesh Open Source Network ) এর  SISGCA প্রজেক্টের আওতায় ১৪ জানুয়ারি, ২০২৪ শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়,তালা,সাতক্ষীরাতে প্রায় ৪৫ জন শিক্ষার্থী এবং শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রায় ৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে বিজ্ঞান ও রোবোটিক্স সেশন পরিচালিত হয় । 

শিক্ষার্থীদের কে মাইক্রোস্কোপ দিয়ে ব্যাকটেরিয়া প্রদর্শনী করা হয় । শিক্ষার্থীরা মাইক্রোস্কোপ দিয়ে কোন কিছু প্রথমবারের মতো দেখল।



রোবটিক্স সেশনে শিক্ষার্থীরা কারেন্ট, রেজিস্ট্যান্স এবং ভোল্টেজের মৌলিক ধারণা এবং এদের মধ্যকার সম্পর্ক সম্পর্কে জানতে পেরেছে। কারেন্ট সম্পর্কে ধারনা পেয়েছে এবং এসি, ডিসি কারেন্ট কি তা জেনেছে। 

রোবোটিক্সে ব্যাবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র- যেমন: রেজিস্টর, ডায়োড, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, এলইডি, ব্যাটারি এবং ফিউজের মতো প্রটেক্টিভ যন্ত্র। পাশাপাশি, তারা সার্কিটে ব্যাবহৃত সিমবল দেখে ইলেক্ট্রনিক্স চিনতে পারবে এবং ব্যাটারি রেটিং এবং লোড ক্যালকুলেশন করে উপযুক্ত রেজিস্টরের মান নির্ধারণ করা শিখেছে।

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ