Sunday 19 May 2024
বিনোদন

editor

প্রকাশ : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

রাশমিকার ডিপফেক ভিডিও তৈরির অভিযোগে যুবক গ্রেফতার

টেকটক বাংলাদেশ ডেস্ক : ভারতের দক্ষিণি অভিনেত্রী রাশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর এক আসামী গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। 

ডিপফেক প্রযুক্তি কী ? 
ডিপফেক হলো বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়। ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সাথে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়।

হঠাৎ বেড়ে গেছে ডিপফেক প্রযুক্তির অপব্যবহার। আর এর শিকার হচ্ছেন ভারতীয় অভিনেত্রীরা। দেশটির বেশ কয়েকজন অভিনেত্রী এই অপরাধের শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছেন রাশমিকা মান্দানা থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, কাজল ও আলিয়া ভাটের মতো তারকারা। 
প্রযুক্তির কারসাজিতে আপত্তিকর ভিডিওতে তাদের মুখ বসিয়ে সেটা ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ বিষয়ে অনেক তারকাই সরব হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তবে এবার ভুক্তভোগী রাশমিকা মান্দানাই খোলাখুলি কথা বললেন। তার মতে, ‘ডিপফেক ভিডিও আমাদের চারপাশে বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছে। কিন্তু আমরা এটাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছি, যেটা মোটেও উচিত নয়। আমি সবসময় ভাবতাম, এটা নিয়ে কথা বললে কে শুনবে! কিন্তু সেই ধারণা পাল্টে গেছে।’

রাশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আনন্দিত যে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষ আমাকে সমর্থন দিয়েছেন, সাহস যুগিয়েছেন। আমি এখন বুঝতে পারছি, এটা নিয়ে কথা বলা কতটা জরুরি। আমি নারীদের বলবো, এরকম ঘটলে তারা যেন প্রশাসনের সহযোগিতা নেন।’

সোশ্যাল মিডিয়ায় রাশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, তার মুখ সম্বলিত এক স্বল্পবসনা নারী লিফটে উঠছেন। তখন এক বার্তায় অভিনেত্রী বলেছিলেন, ‘এটা খুব দুঃখজনক যে, আমার ডিপফেক ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে। এটা সত্যিকার অর্থেই খুব ভয়ানক, শুধু আমার জন্যই নয়, যারা এর শিকার হচ্ছেন, প্রত্যেকের জন্য। 

গত বছর ভারতীয় বংশোদ্ভূত নারী জারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ বসিয়ে এমন ন্যক্কারজনক কাণ্ড ঘটিয়েছিলেন ২৪ বছর বয়সী ওই যুবক। যার নাম ইমানি নবীন। 

দিল্লি পুলিশ জানিয়েছে, প্রায় ৫০০ প্রোফাইল খুঁজে বের করা হয় অভিযুক্তকে। পুলিশের জেরায় ঘটনায় দায় স্বীকার করেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন কেন এই ভিডিও তৈরি করেছিলেন। ইমানি নবীন নামের ওই যুবক পুলিশকে জানান, রাশমিকার একটি ফ্যানপেজ চালাতেন তিনি। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশাতেই নায়িকার ডিপফেক ভিডিও বানিয়ে ভাইরাল হতে চেয়েছিলেন। 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ