Sunday 19 May 2024
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

চীনের বাজার নিয়ে শঙ্কায় অ্যাপল

টেকটক বাংলাদেশ ডেস্ক: ছুটির সময়ে আইফোন বিক্রি তিন শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করছে অ্যাপল। যা হবে পাঁচ প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ। কিন্তু এরপরেও নানাধরনের নীতিমালার চাপ এবং হুয়াওয়ের থেকে নতুন করে সৃষ্ট প্রতিযোগিতার কারণে চীনের বাজার এ বছর কোম্পানিটির জন্য কঠিন সময় হবে।

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস২৪ ডিভাইসটিতে জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ফিচার যুক্ত করা হয়েছে এবং হুয়াওয়ের ফোনে চীনে নির্মিত চিপ ব্যবহৃত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বিশ্বের বৃহত্তম কোম্পানির মুকুটটি কে জিতবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জেনারেটিভ এআইকে কেন্দ্রস্থলে রাখা হবে। শেয়ারবাজারে বিগত কয়েকটি লেনদেনের পর অ্যাপলের বাজারমূল্যমান দাঁড়িয়েছে তিন ট্রিলিয়ন ডলার।

বিশ্লেষকরা ধারণা করছেন আরো বেশি এআই পণ্য বিক্রির সুবাদে এবার শীর্ষ অবস্থানটি পেতে যাচ্ছে অ্যাপল। গত বছর অ্যপলের শেয়ার প্রায় ৫০ শতাংশ বাড়লেও ম্যাগনিফিসেন্ট সেভেন স্টকসের চেয়ে তাদের এ উত্থান খুবই কম।

তবে চীনের বাজারে এই মুহুর্তে বেশ বেকায়দায় রয়েছে অ্যাপল। এরই মধ্যে দেশটির আবাসন খাতে সংকট চলছে এবং চীনের সরকারি অফিসগুলোয় আইফোন ব্যবহার করা নিষিদ্ধ করা হবে বলে এরইমধ্যে আভাস পাওয়া গিয়েছে। এসবেরই ধারাবাহিকতায় ডিসেম্বর প্রান্তিকে চীনে আইফোন বিক্রি দুই শতাংশ কমে গিয়েছে।

বিশ্লেষকরা বলছেন অ্যান্ড্রয়েড ফোন চীনে আবার  জনপ্রিয় হয়ে উঠছে; হুয়াওয়ের জনপ্রিয়তা অ্যান্ড্রয়েডের ফিরে আসার বিষয়ে সহায়ক হয়েছে। টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিং- চি কৌ বলেছেন, ‘আইফোন কিছু কাঠামোগত সমস্যায় রয়েছে যে কারণে চলতি বছর এর বিক্রি অনেকটাই কম হবে। দামি ফোনগুলোর ডিজাইনে পরিবর্তন এবং চীনের বাজারে বিক্রি অব্যাহত হ্রাস এক্ষেত্রে প্রভাব ফেলেছে।’

রয়টার্স

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ