Sunday 19 May 2024
রোবোটিক্স

editor

প্রকাশ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

রেজিস্টেশন চলছে ৬ দিনব্যাপী অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্পের

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয়োজন করছে ৬ দিনব্যাপী অনলাইন স্কুল অব রোবটিকস ক্যাম্প ।রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি আর ক্যাম্পের সময় নির্ধারিত হয়েছে  ১৭ থেকে ২২ ফেব্রুয়ারি , প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত। 

এই ক্যাম্পে আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্ম টিংকারক্যাড ব্যবহার করে সিমুলেশনের সাহায্য অনলাইনে বেসিক রোবটিকস শেখার সুযোগ পাবে।

এক্ষেত্রে  জুমে যুক্ত হয়ে রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে সরাসরি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মেন্টর থেকে। ক্যাম্পটি কোন লাইভ সম্প্রচার করা হবে না ফেসবুকে এবং কোন রেকর্ডিং থাকবে না। ৫০০ টাকা নিবন্ধন ফি প্রদান করতে হবে এই ক্যাম্পে অংশ নিতে হলে ।    

ক্যাম্পের কারিকুলাম -  রোবট সম্পর্কে প্রাথমিক ধারণা , ইলেক্ট্রনিক্সে হাতেখড়ি , আরডুইনো পরিচিতি , এলইডি ব্লিঙ্ক (ডিজিটাল আউটপুট) , এলইডি ফেডিং (এনালগ আউটপুট)  , সেন্সর পরিচিতি, পুশবাটন (ডিজিটাল ইনপুট ), পটেনশিওমিটার (এনালগ ইনপুট)  , সোনার সেন্সর, আইআর সেন্সর, সারভো মোটর, এলসিডি ডিসপ্লে, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি। 

৬ দিনের পুরো কোর্স যারা সফলভাবে সম্পন্ন করবে তারা ডিজিটাল সার্টিফিকেট পাবে। 

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য প্রাথমিক ধাপ হল রোবটিকসে হাতেকলমে ধারণা নেয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আরডুইনো দিয়ে এই হাতেকলমে ধারণা শুরুতে গ্রহণ করা সহজ।

ফর্ম পূরনের জন্য যেতে হবে এই লিংকে -   https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfbDWeacyFd2CEoizP9RzIOXkeo675SUIPgYLkkEpLItESVOA/viewform

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ