Sunday 19 May 2024
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

হ্যাকিংয়ের তথ্য ফাঁসে সাবেক সিআইএ কর্মকর্তার ৪০ বছর কারাদন্ড

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) এক সাবেক কর্মকর্তাকে হ্যাকিং সংক্রান্ত তথ্য ফাঁসের দায়ে ৪০ বছর কারাদন্ড দেয়া হয়েছে। জশোয়া শোলচ নামের এই কর্মকর্তা এসব তথ্য গোপন নথি ফাঁসের আলোচিত প্লাটফর্ম উইকিলিকসে প্রকাশ করেছিলেন। এছাড়া শিশু নির্যাতনের ছবি রাখার জন্যও তাকে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ৩৫ বছর বয়সী শোলচ সিআইএর ‘ভল্ট ৭’ হ্যাকিং টুলসের তথ্য ফাঁস করেছেন। এই টুলসের মাধ্যমে গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন স্মার্টফোন হ্যাক করে তা ব্যবহারকারীরর আলাপচারিতা শুনতেন। তথ্য ফাঁসের এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ‘দুঃসাহসিক’ ঘটনার একটি বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আইন বিভাগের দেয়া তথ্যানুযায়ি, ২০১৭ সালে উইকিলিকসে প্রায় আট হাজার ৭৬১টি তথ্য ফাঁস করেছেন শোলচ; যা সিআইএয়ের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁস। শোলচ তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।

তবে ২০২০, ২০২২ এবং ২০২৩ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত তিনটি পৃথক কেন্দ্রিয় শুনানীতেই তিনি অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছেন। সর্বশেষ স্থানীয় সময় গত বৃহস্পতিবারের শুনানীতে গুপ্তচরবৃত্তি, কম্পিউটার হ্যাকিং, আদালতের অবমাননা, এফবিআইকে মিথ্যা তথ্য দেয়া এবং শিশু নির্যাতনের ছবি রাখার অভিযোগে কারাদন্ড দেয়া হয়। মার্কিন অ্যাটর্নি ডেমিয়ান উইলিয়ামস বলেছেন, ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে দুঃসাহসী এবং জঘন্য অপরাধ করে দেশের সাথে প্রতারণা করেছেন জশোয়া শোলচ।’

বিবিসি / পিংকি 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ