Sunday 19 May 2024
আন্তর্জাতিক

editor

প্রকাশ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

১১টি স্যাটেলাইট উৎক্ষেপন করলো স্বয়ংক্রিয় গাড়িনির্মাতা গেলি

টেকটক বাংলাদেশ ডেস্ক : চীনের স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি গেলি হোল্ডিং গ্রুপ ১১ টি নিম্ন কক্ষ অরবিট স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। স্বয়ংক্রিয় গাড়িগুলোয় আরো সঠিক দিকনির্দেশনা দেয়ার সক্ষমতা বাড়াতেই স্যাটেলাইট উৎক্ষেপন করছে কোম্পানি। এটি তাদের দ্বিতীয় দফায় স্যাটেলাইট উৎক্ষেপন। 

এক বিবৃতিতে গেলি জানিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে তারা ৭২টি স্যাটেলাইট উৎক্ষেপনের পরিকল্পনা করছে।

প্রথম দফার স্যাটেলাইটগুলো ২০২২ সালের জুনে উৎক্ষেপন করা হয়েছিলো। গেলি বলছে তাদের নেটওয়ার্ক স্বয়ংক্রিয় গাড়িগুলোকে একটি ভালো অবস্থানে পৌঁছুতে সাহায্যের পাশাপাশি অন্যাণ্য ভোক্তা ইল্ট্রেনিক খাতেও সংযোগ হিসেবে কাজ করবে।

এই স্যাটেলাইটগুলোয় এআই রিমোট সেন্সিং ফাংশন রয়েছে; যা এক থেকে পাঁচ মিটার পরিস্কার উচ্চ রেজ্যুলেশনের সেন্সিং ইমেজ সরবরাহ করতে পারে। চীনের স্যাটেলাইট নেটওয়ার্কগুলো মূলত দেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত।

কিন্তু ২০১৪ সাল থেকে দেশটির সরকার মহাকাশ ইন্ডাস্ট্রিতে বেসরকারি বিনিয়োগ উৎসাহি করা শুরু করেছে। এরপর থেকেই এই খাতে বিনিয়োগ আসছে। স্থানীয় সরকারের পৃষ্ঠপোষকতায় বেশ কিছু বিনিয়োগ আসছে। বিনিয়োগকারীদের বেশিরভাগই স্যাটেলাইট নির্মাণ করছে, বাদবাকিরা পুনঃব্যবহারযোগ্য রকেটের মতো ছোট আকারের উৎক্ষেপক যান তৈরি করছে। মহাকাশে চীনের চারশতাধিক স্যাটেলাইট রয়েছে। এরমধ্যে বেশকিছু বাণিজ্যিক মালিকানাধিন স্যাটেলাইটও রয়েছে।

রয়টার্স / পিংকি 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ