Wednesday 8 May 2024
বাংলাদেশ

editor

প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ইন্টানেটের গতি ফিরতে সময় লাগবে ১ মাস

টেকটক বাংলাদেশ ডেস্ক : বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) মেরামতের কাজ শেষ হতে প্রায় এক মাস লাগতে পারে। তাই সহসা ই স্বাভাবিক হচ্ছেনা ইন্টারনেটের গতি।

কোম্পানির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান বলেন, গত শুক্রবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় সি-মি-উই-৫ কেবলটি কাটা পড়ে। ওখানকার প্রশাসনিক কাজের ধীরগতি থাকায় আগামী মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ কাজটি হতে পারে।

জানা গেছে, দেশের মোট ব্যান্ডউইথ এর প্রায় এক তৃতিয়াংশ সরবরাহ করা হয় সিমিউই-৫ দিয়ে। শুক্রবার রাত ১২টায় দ্বিতীয় সাবমেরিন কেবলটি সিঙ্গাপুর থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে ‘ব্রেক’ করায় এর পুরোটাই এখন বন্ধ আছে।

শুধু আমাদের দেশ নয় পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। সিমিউই-৪ দিয়ে বিকল্প ব্যবস্থার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল সি-মি-উই-৪ এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে।

আর দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ঢুকেছে কুয়াকাটা হয়ে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া সি-মি-উই-৫ এর উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ সি-মি-উই-৪ কেবলে শিফটিং করা হচ্ছে। 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ