Tuesday 7 May 2024
আন্তর্জাতিক

editor

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নেট ছাড়া ই হবে হোয়াটসঅ্যাপে ফাইল শেয়ার

টেকটক বাংলাদেশ ডেস্ক : ইন্টারনেট না থাকলেও এখন কাজ চলবে হোয়াটসঅ্যাপে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করা যাবে। 

মেটা জানিয়েছে, নতুন এ ফিচারের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠানো যাবে। যেখানে অফলাইনে শেয়ার হওয়া ফাইল সম্পূর্ণ অ্যান্ড-টু- অ্যান্ড এনক্রিপটেড থাকবে। তাই নিরাপত্তা নিয়েও চিন্তা থাকবে না। কবে নাগাদ চালু হবে সেটা এখনো জানা যায় নি। 

বলা হয়েছে, যে সব ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে লোকাল ফাইল-শেয়ার করা যায়, সেসব ডিভাইসে একইভাবে হোয়াটসঅ্যাপ থেকে চলে যাবে ফাইল। এই ফিচার সাপোর্ট করবে এমন নিকটবর্তী ডিভাইস খুঁজে বের করার পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপকে ছবি গ্যালারি ও সিস্টেম ফাইল ব্যবহারের অনুমতিও দেবে।। যেখানে অফলাইনে শেয়ার হওয়া ফাইল সম্পূর্ণ অ্যান্ড-টু- অ্যান্ড এনক্রিপটেড থাকবে। তাই নিরাপত্তা নিয়েও চিন্তা থাকবে না। 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ