Sunday 19 May 2024
টিপস

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ফেইসবুকের স্মৃতি লুকোতে চান ?

ডেস্ক রিপোর্ট : ফেইসবুক স্মৃতিগুলি অনেকের আনন্দের আবার অনেকের জন্য আফসোসের হতে পারে। আফসোসপূর্ণ স্মৃতিগুলো দুঃখ বাড়িয়ে মানসিক চাপ বাড়াতে পারে। চাপ কমাতে স্মৃতি আড়াল করতে পারেন। স্মৃতি লুকানোর জন্য আপনার ফেইসবুক সেটিংস কাস্টমাইজ করতে পারেন।

এক, আপনার ফোনে ফেইসবুক অ্যাপ খুলুন ।

দুই , মেনু বাটনে চাপ দিন । এন্ড্রয়েড ফোনের ডান কোনায় এবং আইফোনের বাম কোনায় এই মেনু বার থাকে । 

তিন, মেমোরিসে চাপ দিন

চার , মেমোরি সেটিংস এ যেতে  গিয়ার আইকনে চাপ দিন ।

পাঁচ , সব মেমোরিস , হাইলাইটস বা কিছুই না এগুলো থেকে আপনি পছন্দ করতে পারেন। সব মেমোরিস মানে ফেইসবুক আপনার সকল মেমোরি দেখাবে।

হাইলাইটস বিশেষ ভিডিও এবং সংগ্রহ দেখাবে ।

আর কিছুই না মানে আপনি কোন স্মৃতি নিয়ে কোন নোটিফিকেশন পাবেন না।

 

আরও নির্দিষ্ট করে যদি চান যেমন – আপনার সাথে নির্দিষ্ট একজন ইউজারের মেমোরি লুকিয়ে রাখতে পারেন। ইউজার নেম সার্চ দিয়ে তাঁর সাথে থাকা স্মৃতি হাইড করে দিন । এই বিষয়টি উক্ত ব্যক্তি জানতে পারবে না ।

তারিখে ট্যাপ করে মেমোরি সেটিংস এ গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো দিন তারিখ মাসের স্মৃতি লুকিয়ে রাখতে পারেন। কাজ শেষ হলে ডান বাটনে চাপ দিন এবং সেইভ করুন । 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ