Sunday 19 May 2024
টিপস

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে চান ?

ডেস্ক রিপোর্ট : সকলের হাতে হাতে স্মার্টফোন। যাপিত জীবনে ফোন ছাড়া কারোর ই আর চলবার জো নেই । অফিসের মেইল চেক , স্কুল কলেজের গ্রুপ আপডেট, অনলাইন অফিসের প্রতি মুহুর্তের যোগাযোগ সহ মোবাইল ফিন্যান্সের সকল কাজ হচ্ছে এক চাপে। 

কিন্তু এই ফোন কি আইএমই আইতে আছে ?

আপনার ফোনটি কি বৈধ ?

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)তে একটি  আইএমইআই ডেটাবেইজ এবং এন ও সি অটোমেশন সিস্টেম রয়েছে। সরকার অবৈধ ফোনের কার্যক্রম বন্ধের উদ্যোগ নিয়েছে। আসুন জেনে নিই কিভাবে আপনার ফোন বৈধ করতে হবে। 

কিভাবে করবেন ?

ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে KYD লিখে একটি স্পেস দিয়ে ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি ম্যাসেজে আপনাকে তথ্য জানিয়ে দেয়া হবে। 

এভাবে হ্যান্ডসেটের বৈধতা যাচাই বা বৈধ তালিকায় যুক্ত করতে পারেন। এড়াতে পারেন অনাকাংখিত ঝামেলা। 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ