Sunday 19 May 2024
ব্র্যান্ডের গল্প

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ডেলের নতুন এক্সপিএস ল্যাপটপে দৃশ্যমান ট্র্যাকপ্যাড ও ফাংশন লাইন নেই

ডেস্ক রিপোর্ট : দুইবছর আগে যুক্তরাষ্ট্রের কোম্পানি ডেল জানিয়েছিলো তাদের তৈরি এক্সপিএস১৩ প্লাস ল্যাপটপ মূলত ‘আগামি প্রজন্মের এক্সপিএস ডিজাইনের অগ্রদূত’। কথাটি সত্য প্রমান করেছে ডেল।

ডেলের নতুন এক্সপিএস ১৩, এক্সপিএস ১৪ এবং এক্সপিএস ১৫’ মডেলের ল্যাপটপগুলোয় গতানুগতিক ট্র্যাকপড ও ফাংশন লাইনের পরিবর্তে একটি ফ্লাশ ‘টাচ এরিয়া’ রাখা হয়েছে। আগের মডেলগুলোর তুলনায় স্ক্রিন অনেক বড়। ল্যাপটপগুলোয় ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এক্সপিএস ১৩ প্লাস খুবই আকর্ষণীয় এ বিষয়ে কারো সন্দেহ নেই। তবে যারা গতানুগতিক সাধারন দেখতে নকশার ল্যাপটপ পছন্দ করেন তাদের কাছে এই ল্যাপটপ পছন্দ নাও হতে পারে।

নতুন ২০২৪ এক্সপিএস মডেলের ল্যাপটপের হার্ডওয়্যারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে আল্ট্রা-পোর্টেবল গুণগতমান বজায় রাখা হয়েছে। আগের মডেলের ডিসপ্লে ১৬ ইঞ্চি হলেও নতুন এক্সপিএস ১৬ মডেলটির ডিসপ্লে করা হয়েছে ১৬ দশমিক ৩ ইঞ্চি। এটি ৮০ ওয়াট কর্মক্ষমতা বজায় রাখতে পারে এবং একটি আরটিএক্স ৪০৭০ জিপিইউ চিপের সাথে কনফিগার করা যেতে পারে।

ফলে যারা ভিডিও সম্পাদনা, এআইসহ অন্যান্য যুগপোযোগি কাজগুলো করেন তাদের জন্য এটি সেরা পছন্দ হতে পারে। ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ সিপিইউ, ৬৪জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ফোর এসএসডি স্টোরেজের ফোরটিবি। ডেলের এক্সপিএস ১৬ তে তিনটি থান্ডারবোল্ট ফোর পোর্ট রয়েছে।

একটি সমন্বিত মাইক্রোএসডিএক্সসি কার্ড রীডার এবং একটি হেডফোন জ্যাকও রয়েছে। এক্সপিএস ১৩ প্লাসের মতো নতুন ল্যাপটপটিতে অডিও সিস্টেম কী বোর্ডের ভেতরে লুকানো অবস্থায় নেই। এর স্পিকার গ্রিলগুলি আধুনিক ১০ ওয়াটের কোয়াড –স্পীকার অ্যাওে সমর্থিত।

অন্যদিকে নতুন এক্সপিএস ১৪ এর স্ক্রিন ১৪ দশমিক ৫ ইঞ্চি এবং এর পোর্ট সিলেকশন এক্সপিএস ১৬ এর মতোই। এতে রয়েছে ইন্টেল কোর  আল্ট্রা সিপিইউ, একটি আরটিএক্স ৪০৫০ জিপিইউ, ৬৪জিবির এলপিডিডিআরফাইভএক্স র‌্যাম এবং ফোর এসএসডি স্টোরেজের ফোরটিবি। আল্ট্রা কম্প্যাক্ট এক্সপিএস ১৩ এর ডিসপ্লে ১৩ দশমিক ৪ ইঞ্চির। এটিতে ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে ৬৪জিবির এলপিডিডিআরফাইভএক্স র‌্যাম।

এই তিন ধরনের ল্যাপটপেই সিএনসি অ্যালুমিনিয়াম এবং গরিলা গøাস থ্রি ব্যবহার করা হয়েছে। প্রায় বেজেলমুক্ত স্ক্রিনের জন্য ডেলের ইনফিনিটিএজ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ল্যাপটপগুলোয়। একঘন্টার মধ্যে ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। প্রতিটি মডেলে আইপিএস ডিসপ্লে (নন-টাচ) এবং ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে।

ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ি বেছে নিতে পারবেন। খুব শিগগিরই কোম্পানির অনলাইন স্টোর এবং অন্যান্য বিক্রেতাদের কাছে ল্যাপটপটি পৌঁছে যাবে। এক্সপিএস ১৩ দাম শুরু এক হাজার ২৯৯ ডলার থেকে, এক্সপিএস ১৪ এবং এক্সপিএস ১৬ দাম যথাক্রমে এক হাজার ৬৯৯ ডলার এবং এক হাজার ৮৯৯ ডলার।

হাউ টু গিক / পিংকি 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ