Sunday 19 May 2024
ব্র্যান্ডের গল্প

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

স্যামসাংয়ের মুনাফা কমলো ৩৫%

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানি স্যামসাংয়ের মুনাফা ৩৫ শতাংশ কমে ২ দশমিক ৮ ট্রিলিয়ন উনে ( ২দশমিক ১ বিলিয়ন ডলারে) দাঁড়িয়েছে।

যেখানে বিশ্লেষকরা মুনাফা ৩ দশমিক ৭ ট্রিলিয়ন উন হওয়ার ধারণা করেছিলেন। কোম্পানিটির মুনাফার এই চিত্র দেখে বোঝা যাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা স্মার্টফোন এবং মেমোরি চিপের চাহিদা কমিয়ে দিয়েছে।

ডিসেম্বরে স্যামসাংয়ের প্রতিদ্ব›দ্বী মাইক্রন টেকনোলজি পূর্বাভাসের তুলনায় ভালো আয়ের আভাস দিয়েছিলো। এর মাধ্যমে বোঝা যাচ্ছিলো কম্পিউটিং এবং মোবাইল ডিভাইস মার্কেট ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে।

কাউন্টারপ্রিন্ট টেকনোলজির গবেষণা পরিচালক টম কাং বলেছেন, ‘আমি মনে করি এরমাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের ধারণার চেয়ে ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে বাজার। দামও খুব বেশি দ্রুতগতিতে বাড়ছে না এবং নির্দিষ্ট ক্ষেত্রগুলোয় চাহিদাও শক্তিশালী নয়।’

গত অক্টোবরে স্যামসাং পূর্বাভাস দিয়েছিলো দীর্ঘদিন ম্রিয়মান অবস্থায় থাকা ১৬ কোটি ডলারের মেমোরি মার্কেট কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবাদে আবার ২০২৪ সালে চাঙ্গা হবে। আসছে ৩১ জানুয়ারি আয়ের পুরো প্রতিবেদন প্রকাশ করবে স্যামসাং।

উল্লেখ্য, স্যামসাং এখন হাই-ডেনসিটির মেমোরি চিপের ক্ষেত্রে প্রতিদ্ব›দ্বী এসকে হাইনিক্সকে ছোঁয়ার পরিকল্পনার করছে। চলতি বছর এ ধরনের মেমোরি চিপের উৎপাদনসক্ষমতা আড়াইগুণ বৃদ্ধির পরিকল্পনা করছে কোম্পানিটি।

এইচবিএম খুবই উন্নত চিপ যা খুব দ্রুত ডাটা নিয়ন্ত্রন করতে পারে ; এটি এনভিডিয়ার এক্লেলেটরের মতো হার্ডওয়্যারের সাথে কাজ করতে পারে।

এসব হার্ডওয়্যার এআই মডেলকে প্রশিক্ষণ দেয়ার মতো নিবিঢ় কাজের জন্য ডাটা প্রক্রিয়াজাতকরনের কাজকে আরো ত্বরান্বিত করে। প্রবৃদ্ধি বাড়াতে ভাঁজসক্ষম ( ফোল্ডেবল) মোবাইল ফোনও বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে স্যামসাং। 

সাউথ চায়না মর্নিং পোস্ট / পিংকি 

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ