Sunday 19 May 2024
ব্র্যান্ডের গল্প

অনলাইন ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

বাজার মূলধনে অ্যাপলের চেয়ে এগিয়ে মাইক্রোসফট

ডেস্ক রিপোর্ট : মাইক্রোসফট বাজার মূলধনের দিক থেকে অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে। চাহিদা হ্রাস নিয়ে উদ্বেগের কারণে এ বছরের শুরুতেই আইফোন নির্মাতা অ্যাপলের শেয়ারদর কমতে থাকে।

অন্যদিকে গত বছর থেকেই মাইক্রোসফটের শেয়ারদর চাঙ্গা। এর মূল কারণ ছিলো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাধর্মী কোম্পানি ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট চ্যাটজিপিটিতে মাইক্রোসফটের বড় অংকের বিনিয়োগ।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মাইক্রোসফটের শেয়ারদর দশমিক ৫ শতাংশ বেড়ে কোম্পানিটির মোট মূল্যমান দাঁড়ায় ২ দশমিক ৮৫৯ ট্রিলিয়ন ডলার। লেনদেন চলাকালিন পুরো সময়ে কোম্পানিটির শেয়ারদর দুই শতাংশ বেড়ে মোট মূল্যমান বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৯০৩ ট্রিলিয়ন ডলার।

অন্যদিকে একইদিনের লেনদনে অ্যাপলের শেয়ারদর দশমিক ৩ শতাংশ কমে কোম্পানিটির মোট বাজার মূলধন ২ দশমিক ৮৮৬ ট্রিলিয়ন ডলারে নেমে আসে। এর মধ্য দিয়ে বাজার মূলধনের দিক থেকে কয়েক বছরের সর্বোচ্চ অবস্থান হারিয়েছে অ্যাপল।

ডি.এ ডেভিডসনের বিশ্লেষক গিল লোরিয়া বলেছেন, ‘যখন থেকে মাইক্রোসফট দ্রুত অগ্রসর হচ্ছিলো এবং জেনারেটিভ এআই বিপ্লব থেকে আরো বেশি সুবিধা পাচ্ছিলো তখন থেকেই অ্যাপলকে ছাড়িয়ে যাওয়া মাইক্রোসফটের জন্য অনিবার্য ছিলো।’

মাইক্রোসফট তাদের উৎপাদনশীলতা সফটওয়্যারে ওপেনএআইর প্রযুক্তিকে একেবারে অন্তর্ভুক্ত করে নিয়েছে। এ পদক্ষেপের সুবাদে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মাইক্রোসফটের ক্লাউড-কম্পিউটিং ব্যবসা রীতিমতো ঘুরে দাঁড়ায়।

বিপরীতে আইফোনসহ বিভিন্ন পণ্যের চাহিদা কমতে থাকায় বিপাকে পড়েছে অ্যাপল। বিশেষ করে কোম্পানিটির গুরুত্বপূর্ণ বাজার চীনে অ্যাপল পণ্যের চাহিদা অনেক কমেছে।

মহামারী থেকে দেশটির অর্থনীতির শ্লথ পুনরুদ্ধার এবং হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনে অ্যাপল পণ্যের চাহিদা কম বলে জানা গিয়েছে। 

রয়টার্স

  • শেয়ার করুন :
রিলেটেড নিউজ